শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে শুরু হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম
- By Jamini Roy --
- 23 October, 2024
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া ডোপ টেস্টের মাধ্যমে শুরু হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ইউনিটের (বিজ্ঞান) শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলছে। এদিন ১,২৫০ শিক্ষার্থীকে ভর্তি হতে ডাকা হয়েছে। আগামীকাল বি (মানবিক) ও সি (বাণিজ্য) ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক রেজা সেলিম জানান, শিক্ষার্থীদের মধ্যে যাঁরা রক্তের গ্রুপ জানেন না, তাঁদের জন্য রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ডোপ টেস্টের মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল প্রদান করা হচ্ছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪০ জন শিক্ষার্থীর ডোপ টেস্ট হয়েছে, যার মধ্যে কেউ মাদকাসক্ত বলে প্রমাণিত হয়নি। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবিতে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ডোপ টেস্ট চালু করা হয়, যাতে শিক্ষার্থীরা মাদকাসক্ত কি না, তা নির্ধারণ করা যায়।
ডোপ টেস্ট কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আবদুল্লা আল সোয়েব জানান, পরীক্ষাটি চারটি ক্যাটাগরিতে বিভক্ত—বেঞ্জুডাইয়াজিপাইন (স্লিপিং পিল), মারিজুয়ানা (গাঁজা), ইয়াবা ও আফিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্লিপিং পিল গ্রহণ করলে তা গ্রহণযোগ্য, তবে মাত্রাতিরিক্ত হলে কাউন্সেলিং বা পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হবে।
ভর্তি প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ‘ওয়ান স্টপ সার্ভিসের’ মাধ্যমে সম্পন্ন হচ্ছে বলে জানান ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান। সাতটি স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যার মধ্যে রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, তথ্য যাচাই, রেজিস্ট্রেশন ও হল আসনের আবেদন অন্তর্ভুক্ত।
রক্ত পরীক্ষা করছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’ এবং ভর্তি সহায়তায় নিয়োজিত আছে বিএনসিসির শাবিপ্রবি প্লাটুন। ভর্তির আগে মাদকাসক্তি পরীক্ষা করায় অভিভাবকরা সন্তুষ্ট। অভিভাবক নূর আলী বলেন, ভর্তি পদ্ধতিটি খুবই সুন্দর এবং পরিবেশও ভালো। সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী রাজু আহমেদ জানান, ভর্তির প্রক্রিয়াটি সহজ ও স্বাচ্ছন্দ্যময় ছিল।